Meet Meeting 27-08-2024
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যার্তদের সহায়তার জন্য সংস্থার সকল স্তরের কর্মকর্তা/কর্মীবৃন্দ তাদের ১(এক) দিনের বেতন প্রদান করেছেন।
সাম্প্রতিক বন্যায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় বসবাসরত জনগোষ্ঠী সীমাহীন দূর্ভোগে দিন যাপন করছেন। অনেকেই হারিয়েছেন প্রিয়জন, ঘরবাড়ী, সহায় সম্বলসহ সবকিছু। এই দুর্যোগকালীন সময়ে এবং বন্যা পরবর্তী পূনর্বাসনের জন্য ত্রাণ সামগ্রীসহ তাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। এলক্ষ্যে অসহায় মানুষের দূর্ভোগ লাঘবের বিষয়টি বিবেচনায় নিয়ে সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) সংস্থার মাননীয় নির্বাহী পরিচালক মহোদয় সংস্থার সকল স্তরের কর্মকর্তা/কর্মীদের নিয়ে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে সহযোগিতার আবেদন উপস্থাপন করেন। এর প্রেক্ষিতে সকল স্তরের কর্মকর্তা/কর্মী মানবিক দিক বিবেচনায় তাদের ১(এক) দিনের বেতন প্রদানের জন্য সম্মতি প্রকাশ করেন।
দেশের এই ক্রান্তিলগ্নে বন্যায় ক্ষতিগ্রস্থ জনসাধারনের দিকে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয়ার জন্য সেতু পরিবারের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।